পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পিকনিকে যাওয়ার পথে বাস উল্টে গোপালগঞ্জ বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। শুক্রবার সকালে কুয়াকাটা আমতলী মহাসড়কের বানরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে শাহজাহান, তন্ময়, মৌমিতা, বর্ষা, নাসির, সাদিয়া, নিশাদ, জিনিয়া রহমান, মুন, সোহান, রবিউল, রানাহামিদ, আলইমরান, অভি, মিলন খান, সাদিয়া, শাহিনকে গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে।
আহত শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, তারা গোপলগঞ্জ থেকে ৫১ জন শিক্ষার্থী রোজিনা নামক পরিবহনে কুয়াকাটা যাচ্ছিল। বানরা নামক স্থানে মোর ঘোরার সময় তাদের বাসটি উল্টে পরে। এ সময় বাসে থাকা সবাই কম বেশি আহত হয়েছে। তবে বড় কোন ঘটনা ঘটেনি বলে ওই শিক্ষার্থীরা জানিয়েছেন।
কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডাক্তার রেফায়েত হোসেন জানান, হাসপাতালে যারা চিকিৎসা নিতে এসেছে তাদের সবাইকে চিকিৎসা দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/৯ মার্চ ২০১৮/হিমেল