সাতক্ষীরার কলারোয়ায় অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামি জামায়াত নেতা ইউপি চেয়ারম্যান শওকত আলীকে (৫৫) গ্রেফতার করেছে কলারোয়া থানা পুলিশ। আজ (শুক্রবার) সকালে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
শওকত আলী উপজেলার ২নং জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শংকরপুর গ্রামের মৃত মোহর আলীর ছেলে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) বিপ্লব কুমার নাথ জানান, তার বিরুদ্ধে কলারোয়া থানায় মামলা রয়েছে (নং-৩/২/১৮।)দুপুরে আদালতের মাধ্যমে তাকে সাতক্ষীরা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
অন্যদিকে সাতক্ষীরার কলারোয়ায় ভ্যানচালক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে কলারোয়া থানা পুলিশ। আটককৃতকৃত মাদক ব্যবসায়ী আজগর আলী (৩০) উপজেলার গণপতিপুর গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, আজ (শুক্রবার) বেলা সাড়ে ১২টারদিকে গোপন সংবাদেও ভিত্তিতে আজগর আলীকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাসী করে বিশেষ ভাবে লুকিয়ে রাখা বিশ পিচ ইয়াবা ট্যাবলে উদ্ধার করা হয়। আজ(শুক্রবার) দুপুরে মামলা দায়ের পূর্বক আদালতের মাধ্যমে তাকে সাতক্ষীরা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/৯ মার্চ ২০১৮/হিমেল