সিরাজগঞ্জের বেলকুচিতে অস্ত্র-ইয়াবাসহ আব্দুল্লাহ (৩৪) ও সেরাজুল (৩৫) নামে শীর্ষ দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আজ দুপুরে বেলকুচি থানা পুলিশ সদর ইউনিয়নের শান্তার মোড় চেয়ারম্যান বাজার এলাকা থেকে আব্দুল্লাহকে পিস্তল, ৬ রাউন্ড গুলি ও ৩শ’ পিচ ইয়াবা এবং সেরাজুলকে ২শ’ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে।
আটক আব্দুল্লাহ বেলকুচি সদর ইউনিয়নের নানাপুর গ্রাামের মৃত পাষান মোল্লার ছেলে ও সেরাজুল ইসলাম একই এলাকার মৃত মোনছের আলী সরকারের ছেলে।
বেলকুচি থানা অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন জানান, আটক দুজনই দীর্ঘদিন ধরে অস্ত্রের ভয় দেখিয়ে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড ও মাদক ব্যবসা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক ও তাদের কাছ থেকে অস্ত্র-গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়। পরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/৯ মার্চ ২০১৮/হিমেল