রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় সড়ক দুর্ঘটনায় ৮ জন আহত হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে কাপ্তাই উপজেলার শিলছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন আছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে রাঙামাটির কাপ্তাই উপজেলায় আসছিল স্টুডেন্ট কেয়ার ফ্রি ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদের শিক্ষা সফরের একটি বাস কাপ্তাই উপজেলার শিলছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গাছের সাথে ধাক্কা লাগে। এতে দুমড়ে-মুচড়ে যায় বাসের সামনের অংশ। এঘটনায় চালক ও হেলপারসহ ৮ শিক্ষার্থী মারাত্মক আহত হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুঠে যায় স্থানীয় এলাকাবাসী ও পুলিশ। পরে আহতদের উদ্ধার করে কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে যাওয়া হয়। কিন্তু আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন। তবে আহতদের তাৎক্ষণিক নাম পরিচয় পাওয়া যায়নি।
রাঙামাটির কাপ্তাই থানার সহকারী পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/৯ মার্চ ২০১৮/হিমেল