ঢাকা জেলার আশুলিয়ার জামগড়া মোল্লাপাড়া এলাকায় ঘিরে রাখা বাড়ি থেকে গৃহকর্তা নূরুল হক মোল্লাকে আটক করেছে র্যাব। গাড়ি ছিনতাই ও চোর চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তাকে গ্রেফতার করা হয়। এর আগে, গত বৃহস্পতিবার থেকে শুক্রবার রাত পর্যন্ত ওই বাড়িটি ঘিরে রাখা হয়েছিল।
নূরুল হকের স্ত্রী মিনারা বেগম বলেন, বৃহস্পতিবার রাত ১০টার পর তিনি ঘুমিয়ে পড়েন। তখন তার স্বামী ঘরেই ছিলেন। সকালে ঘুম থেকে উঠে তার স্বামীকে বাসায় পাননি। এরপর ঘর থেকে বের হয়ে তিনি বাড়ির উঠানে র্যাব সদস্যদের দেখতে পান।
ওই বাড়িতে অবস্থানে থাকা র্যাব-১০-এর এক সদস্য বলেন, তারা একটি মাইক্রোবাস ও পিকআপের সন্ধান করছিলেন। নূরুল হকের বাড়িতে ওই দু'টি যানবাহন পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তারা সেখানে অবস্থান নিয়েছেন। কর্তৃপক্ষ যানবাহন দুইটির কাগজপত্র যাচাই-বাছাই করছেন।
শুক্রবার রাতে র্যাব-১০-এর কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দীন ফারুক বলেন, তারা একটি গাড়ি চোর চক্রের সন্ধান করছিলেন। ওই বাড়িতে গাড়ি দুটি পাওয়ায় তাদের সন্দেহ ঘনীভূত হয়। ফলে বৃহস্পতিবার রাত থেকে তারা অভিযান শুরু করেন। গৃহকর্তা নূরুল হককে আটক করা হয়েছে। তিনি গাড়ি চোর চক্রের সঙ্গে সম্পৃক্ত বলে দাবি র্যাবের। চক্রের আরও কয়েকজন সদস্যকে আটকের চেষ্টা চলছে।
নূরুল হকের শ্যালক আব্দুল গফফার বলেন, বৃহস্পতিবার রাত ১২টার দিকে তার ভগ্নিপতি বাসা থেকে বের হন। এরপর থেকে নিখোঁজ ছিলেন। এর মধ্যে শুক্রবার রাতে তাকে আটকের কথা জানাল র্যাব সদস্যরা।
বিডি-প্রতিদিন/১০ মার্চ, ২০১৮/এ মজুমদার/মাহবুব