যশোরের শার্শার বাগআঁচড়া বাজারে ট্রাকের ধাক্কায় জেরিন (১১) ও ফাতিমা (১২) নামে দুই বোন নিহত হয়েছে। তার সম্পর্কে চাচাতো বোন। এ সময় ফাতিমার বাবা মোটরসাইকেল চালক আলমগীর কবির মারাত্মকভাবে আহত হন।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে বাঁগআচড়া বাজারে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় লোকজন আলমগীরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। তাদের বাড়ি শার্শা উপজেলার বাগুড়ী গ্রামে।
স্থানীয়রা জানায়, আলমগীর কবির বাগুড়ী গ্রাম থেকে তার মেয়ে ফাতিমা ও ভাইয়ের মেয়ে জেরিনকে নিয়ে মোটরসাইকেলে করে স্কুলে যাচ্ছিলেন। বাঁগআচড়া বাজারে আসলে একটি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দিলে জেরিন ও ফাতিমা রাস্তার ওপর পড়ে যায়। ওই সময় ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে দুই বোন মারা যায়। আহত অবস্থায় আলমগীরকে স্থানীয় লোকজন হাসপাতালে ভর্তি করে।
শার্শার বাঁগআচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি হুমায়ূন কবির জানান, ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছে। ট্রাকটি বাঁগআচড়া পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/১০ মার্চ, ২০১৮/মাহবুব