চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গোয়াল ঘরে মশা তাড়ানোর ধূপ থেকে আগুন লেগে একটি শিশুর মৃত্যু হয়েছে। একই সময় তিনটি গরুও মারা যায়। শুক্রবার (৯ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার হঠাৎপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম নবী (৯)। সে ওই এলাকার সুমন আলীর ছেলে।
শিবগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলাম জানান, সুমন আলীর গরুর গোয়াল ঘরে মশা তাড়ানোর জন্য ধূপ জ্বালানো হয়। সেই ধূপের আগুন থেকে রাত ১১টার দিকে গোয়াল ঘরে আগুন ধরে যায়। সেই আগুন পরে অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় গোয়ালঘর সংলগ্ন একটি ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় পুড়ে মারা যায় গোলাম নবী।
ওসি জানান, নবী তার দাদির সঙ্গে একটি ঘরে শুয়ে ছিলো। আগুন লাগলে তার দাদি বের হতে পারলেও নবী বের হতে পারেনি। পরে স্থানীয়দের সহযোগীতায় ফায়ার সার্ভিসের কর্মীরা রাত ১২টার দিকে নবীর মরদেহ উদ্ধার করে। ওই অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি গরুও মারা যায়।
বিডি প্রতিদিন/১০ মার্চ ২০১৮/হিমেল