গাইবান্ধার পলাশবাড়ীতে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত এবং আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার সকাল ৯টা থেকে বেলা ১২টার মধ্যে উপজেলার জুনদহ এলাকা ও দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা দু’টি ঘটে।
এর মধ্যে, দুপুরে উপজেলার জুনদহ এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়। আহত হয় কয়েকজন। তবে তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
অন্যদিকে, সকালে দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকার সরকার পাম্পের সামনে যাত্রীবাহী বাসের সঙ্গে ভটভটির মুখোমুখি সংঘর্ষে তিনজন নির্মাণ শ্রমিক নিহত এবং আরও ১০ জন আহত হন। হাসপাতালে নেওয়ার পর আহতদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।
এই দুর্ঘটনায় গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই গ্রামের জাকির হোসেন (২৫), শিবপুর গ্রামের খশরু মিয়া (৫০) ও একই গ্রামের রাজু মিয়া (২৪) নিহত হন। আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীদের পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান দুটি দুর্ঘটনার তথ্যই নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/১০ মার্চ, ২০১৮/মাহবুব