দিনাজপুর শহরের পশ্চিম দিয়ে বয়ে যাওয়া এক সময়ের খরস্রোতা পুনর্ভবা নদীতে এখন চলছে ধান চাষ, খেলাধুলা। স্থানীয়রা জানায়, নদীতে বর্ষা মৌসুমে স্রোত থাকলেও বছরের বেশির ভাগ সময় পানিশূণ্য থাকে। ফলে নদীতে খেলার মাঠ তৈরি করে শিশুরা ক্রিকেট, ফুটবল, কাবাডি, গাদল, বৈচিসহ নানান খেলা করে। অপরদিকে কৃষক বোরো ধানসহ বিভিন্ন ফসলের চাষও করছেন। আর মাঝে মধ্যে কিছু খালের মধ্যে জায়গায় জায়গায় কিছু পানি থাকায় নদী নামটির ধারণ করে রয়েছে। তবে বর্ষা মৌসুমে এই নদীর পানি উপচে পড়ে।
স্থানীয় যুবক মো. জাকির হোসেন জানান, দিন দিন ফাঁকা মাঠগুলো বাড়ি ঘর গড়ে উঠেছে। শিশু-কিশোরেরা খেলার মাঠ না পেয়ে নদীতে খেলা করে। মাঝে মধ্যে গ্রামের শিশু-কিশোররা ক্রিকেট ও ফুটবল খেলার আয়োজন করে এ নদীর চরে। আর কাঞ্চন সড়ক সেতু থেকে শত শত দর্শক অবলোকন করে নদীর বুকে এই মাঠের খেলা।
বর্ষায় পানি থাকলেও নভেম্বর-মার্চ পর্যন্ত নদীর বুক হয়ে ওঠে বিস্তীর্ণ মাঠ। এই মাঠে প্রতিদিন বিকেলে বিভিন্ন ক্রিকেটসহ খেলা চলে। কাঞ্চন সড়ক সেতু ও রেল ব্রিজ সেতুর মাঝামাঝি অংশে প্রতিদিন ক্রিকেট খেলেন গ্রামের শিশু-কিশোররা।
দীর্ঘদিন খনন ও সংস্কার না করায় নদীর নাব্যতা হারিয়েছে। এতে বর্ষার পানি হলেই নদীর দু’পাড়ের জমি ভেঙে নদীতে পতিত হয়। ফলে এর দু’পাড়ে শত শত একর জমি অনাবাদি হয়ে পড়ে। তবে নদীর অনেক স্থানে কেউ কেউ ধান ও ভুট্টাসহ বিভিন্ন প্রকার ফসল চাষ করছে।
বিডি-প্রতিদিন/১০ মার্চ, ২০১৮/মাহবুব