কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের অদূরে সাগর থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা। আজ ভোরে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ সাগরে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার মূল্য আনুমানিক ১৫ লাখ টাকা।
কোস্টগার্ড সেন্টমার্টিন ষ্টেশন কমান্ডার লে. ফয়সাল বিন রশীদ জানান, ভোরে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ সাগরে অভিযান চালিয়ে ৫ লাখ ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসময় অভিযান টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। এতে কোন পাচারকারীকে আটক করতে সক্ষম হয়নি কোস্ট গার্ড।
বিডি প্রতিদিন/১০ মার্চ ২০১৮/হিমেল