বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে খুলনায় বিএনপির বিভাগীয় জনসভা শুরু হয়েছে। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে কেন্দ্র ঘোষিত তৃতীয় পর্যায়ের কর্মসূচিতে খুলনায় এই বিভাগীয় জনসভার আয়োজন করা হয়েছে।
আজ শনিবার দুপুর ৩ টা থেকে কেডি ঘোষ রোডে বিএনপি কার্যালয়ের সামনে এই জনসভা শুরু হয়। বিপুল সংখ্যক নেতাকর্মী এই জনসভায় উপস্থিত হয়েছেন।
তবে বিএনপি অফিসের দুই পাশের সড়ক, খুলনা হাদিস পার্ক, পুরাতন যশোর রোড, পিকচার প্যালেস মোড় এলাকায় সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। পাশাপাশি শহরের বিভিন্ন স্থানে পুলিশের সাঁজোয়া গাড়ি মোতায়েন করা হয়েছে।
এর আগে শহীদ হাদিস পার্কে বিএনপির জনসভাস্থলে নিষেধাজ্ঞা জারি করে মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। পুলিশের পক্ষ থেকে মাইকিং করে আজ সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত শহীদ হাদিস পার্ক ও আশেপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
বিএনপি নেতারা জানিয়েছেন, পুলিশ দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি দিলেও সকাল থেকে সেখানে মঞ্চ তৈরি ও মাইক টানাতে বাধা দেয়। পরে পুলিশের উর্ধতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে কেডি ঘোষ রোডের হেলাতলা মোড়ে জনসভার মঞ্চ করা হয়।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর