বাগেরহাটে স্টোক-প্যারালাইসিস, বাত-ব্যাথাসহ বিভিন্ন ধরনের থেরাপী সেবা নিয়ে যাত্রা শুরু করেছে ফিজিওথেরাপী ও রিহ্যাবিলিটেশন সেন্টার।
শনিবার সকালে শহরের পুরাতন বাজার মোড়ে অবস্থিত এই সেন্টারটির উদ্বোধন করেন বাগেরহাট সির্ভিল সার্জন ডা. অরুন চন্দ্র মন্ডল।
উদ্ধোধনী অনুষ্ঠানে বাগেরহাট বিএমএর সাধারন সম্পাদক ডা. আ. মতিন আকন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের আহবায়ক ডা. মোশাররফ হোসেন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মীর ফজলে সাঈদ ডাবলু, বাগেরহাট সদর হাসপাতালের কনসালটেন্ড ডা. শাহনেওয়াজ, মেডিকেল অফিসার ডা. এনিশা, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মোজাফ্ফর রহমান, প্রফেসার কার্তিক চন্দ্র পাল, ডা. সংগ্রাম কান্তি কুন্ডু বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর