পিরোজপুরে শনিবার ভোররাতের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা প্রদান করেছেন পৌর মেয়র হাবিবুর রহমান মালেক।
শনিবার সকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন শেষে তার ব্যক্তিগত তহবিল থেকে প্রত্যেককে অনুদান হিসেবে এ আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি তিনি ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তার আশ্বাস দেন। এ অগ্নিকাণ্ডে ১৫ টি স্থাপনা সম্পূর্ণ পুড়ে যায়। এর মধ্যে ৮ বসতঘর ও ৭টি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। পুড়ে যাওয়া এ সব বসত ঘরের বাসিন্দা ও ব্যবসা প্রতিষ্ঠানের প্রত্যেককে তাৎক্ষণিক অনুদান হিসেবে ১০ হাজার টাকা করে দেন পৌর মেয়র।
অগ্নিকাণ্ডের খবর শুনে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ অন্যান্যরা।
প্রসঙ্গত, শহরের খুমুরিয়া কলেজ রোড এলাকায় শনিবার ভোররাতে বৈদ্যুতিক শট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। একটি পেট্রোলের দোকান থেকে আগুন মুহুর্তের মধ্যে ছড়িয়ে পরে একটি মিল, কম্পিউটারের দোকান, টেইলারের দোকানসহ ৭ টি ব্যবসা প্রতিষ্ঠান ও ৮ টি বসতঘর সম্পূর্ণ ভস্মিভূত হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন