বাগেরহাট ফিল্ম সোসাইটির ১৫ বছর পূর্তিতে চলচ্চিত্র নির্মাতা ও নারী মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে বাগেরহাট শহরের সাংস্কৃতিক ফাউন্ডেশন মিলানায়তনে বাগেরহাট ফিল্ম সোসাইটির উদ্যোগে এ সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা প্রাপ্তরা হলেন প্রয়াত চলচ্চিত্র নির্মাতা মহিদুল ইসলাম, চলচ্চিত্র নির্মাতা শীহদ রায়হান এবং নারী মুক্তিযোদ্ধা মেহেরুন্নেছা মীরা। প্রয়াত চলচ্চিত্র নির্মাতা মহিদুল ইসলামের পক্ষে তার মেয়ে নওশীন ইসলাম দীশা এ সম্মাননা গ্রহন করেন।
বাগেরহাট-২ আসনের এমপি মীর শওকাত আলী বাদশা প্রধান অতিথি হিসেবে গুনিদের হাতে এ সম্মাননা তুলে দেন। সম্মাননা প্রদান শেষে বাগেরহাট ফিল্ম সোসাইটির ক্ষুদে নির্মাতাদের নির্মিত ১মিনিট দৈর্ঘ্যের ১০টি চলচ্চিত্র ও মুক্তিযুদ্ধের ওপর নির্মিত একটি স্বল্প দৈর্ঘ্যরে চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট ফিল্ম সোসাইটির সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, বাগেরহাট থিয়েটারের প্রতিষ্ঠাতা শেখ নজরুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আব্দুর রব চৌধুরী, ডা. মোশারফ হোসেন, আব্দুল্লাহ বনিসহ দুই শতাধিক দর্শক শ্রোতা।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর