আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেছেন, গত ৯ বছরে আওয়ামী লীগ সরকার যে উন্নয়ন করেছে, তা বিগত ২৮ বছরে অন্য সরকার করতে পারেনি। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সরকার বলেই বিশ্বব্যাংককে চ্যালেঞ্জ দিয়ে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ হচ্ছে। বিশ্বের বুকে বাংলাদেশ মাথা উচু করে দাড়িয়েছে। উন্নয়নের ধারাবাহিকতার জন্য সরকারের ধারাবাহিকতা থাকা প্রয়োজন। এ জন্য নৌকা মার্কায় ভোট দিন। আগামী ১৩ মার্চ নাসিরনগরের উপ-নির্বাচনেও নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখুন।
আজ দুপুরে নাসিরনগরে পেশাজীবীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
এনামুল হক শামীম বলেন, আওয়ামী লীগ সরকার সর্বস্তরের মানুষের কল্যাণের কথা ভাবেন। সে কারণে সরকারি চাকরিজীবী থেকে শুরু করে বিভিন্ন পেশাজীবী এবং গার্মেন্ট শ্রমিকদের বেতন ভাতা বাড়িয়েছেন। আওয়ামী লীগ সরকার পেশাজীবীদের যে পরিমান সুযোগ সুবিধা দিয়েছেন পৃথিবীর কোন সরকার তা করেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই এগুলো সম্ভব হয়েছে।
তিনি বলেন, আপনেরা নৌকা মার্কায় ভোট দিয়েছিলেন বলেই দেশে উন্নয়ন হচ্ছে। এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকলে আগামী ১০/১৫ বছরের মধ্যে আমরা মালেয়শিয়া-সিঙ্গাপুরের মতো উন্নত দেশ হওয়ার সক্ষমতা অর্জন করবো। এনামুল হক শামীম বলেন, আগামী ১৩ মার্চ নাসিরনগরের উপনির্বাচন হবে। এই নির্বাচনেও নৌকা মার্কায় ভোট দিয়ে প্রয়াত এমপি প্রাণী সম্পদ মন্ত্রী ছায়েদুল হক উন্নয়নের যে ধারা চালু করেছিলেন, তা ধরে রাখতে হবে।
এসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ডাকসুর সাবেক ভিপি আখতারুজ্জামান, ত্রাণ সম্পাদক সুজিত রায় নন্দী, অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওছার, গোলাম কবির রাব্বানী চিনু, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না, অজয় কর খোকন, সাবেক সভাপতি লিয়াকত শিকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সাবেক ছাত্রনেতা জহির উদ্দিন মাহমুদ লিপ্টন, আনিসুর রহমান, জহির শিকদার, আবু আব্বাস ভুইয়া, মোকলেচুর রহমান প্রমুখ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন