সাতক্ষীরার সীমান্ত নদী কালিন্দী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে কালিগঞ্জ উপজেলার উকশা বিজিবি ক্যাম্প সংলগ্ন কালিন্দী নদী থেকে মরাদেহটি উদ্ধার করা হয়।
নিহত সেই যুবক বাংলাদেশী না ভারতীয় নাগরিক তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। কালিগঞ্জ থানার অফিসার ইনর্চাজ সুবীর দত্ত খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, কালিন্দী নদীতে ভাসমান অবস্থায় একটি মরাদেহ দেখে স্থানীয় এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে অর্ধগলিত ভাসমান অবস্থায় মরাদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর