কুমিল্লার নাঙ্গলকোটে ট্রাক্টরের সাথে সংঘর্ষে সিএনজি অটো রিকশার চালক নিহত হয়েছে।
শনিবার উপজেলার নাঙ্গলকোট-ঢালুয়া সড়কের বদরপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত চালক শাহাদাত হোসেন (২২) উপজেলার মৌকারা ইউনিয়নের পরকরা গ্রামের মো. শাহজাহানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢালুয়া ইউপির বদরপুর নামক স্থানে মাটি বহনকারী ট্রাক্টরের সাথে বিপরীত থেকে আসা সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে সিএনজির চালক শাহাদাত হোসেন নিহত হয়। গুরুতর আহত অবস্থায় যাত্রী কামাল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় প্রেরণ করা হয়।
বিডি-প্রতিদিন/ রাসেল/ সালাহ উদ্দীন