রাঙামাটির লংগদু সেনাজোনে উৎসব মুখর পরিবেশে হয়ে গেলো জোন কমান্ডার্স কাপ ফুটবল টুর্নামেন্ট।
শনিবার বিকালে উপজেলা মাঠে অনুষ্ঠানিকভাবে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন লংগদু সেনা জোন কমান্ডার লে. কর্নেল মো. আব্দুল আলীম চৌধুরী, এসজিপি, পিএসসি।
অন্যান্য বছরের তুলনায় এ বছরের আয়োজন ছিল ব্যতিক্রমী, বর্ণিল ও বৈচিত্রপূর্ণ। লংগদু সেনা জোন কমান্ডার্স কাপ ফুটবল টুর্নামেন্ট লংগদু জোনের আওতাধীন বিভিন্ন অঙ্গ সংগঠন এবং জোনের সম্মিলিত উদ্যোগে অত্যন্ত জাঁকজমকভাবে আয়োজিত হয়। র্ট্নামেন্টে অংশগ্রহন করে লংগদু উপজেলার মোট ৬টি ইউনিয়ন। সেগুলো হলো- লংগদু ইউনিয়ন, মাইনীমুখ ইউনিয়ন, আটারকছড়া ইউনিয়ন, খেদারমারা ইউনিয়ন, কালাপাকুজ্যা ইউনিয়ন ও গুলশাখালি ইউনিয়ন। লংগদু সেনা জোনের পক্ষ থেকে প্রতিটি ইউনিয়নের দলের ১৩৮জোড়া জার্সি প্রদান করা হয়। এছাড়াও খেলা পরিচালনা কমিটি এবং অন্যান্যদের জন্য ৩৫টি গেঞ্জি প্রদান করা হয়।
এদিকে উদ্বোধনী খেলাতে মাইনীমুখ একাদশ বনাম খেদারমারা একাদশ অংশগ্রহণ করে। বন্ধুত্ব, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির নির্দশন স্বরুপ উভয়দলের খেলোয়ারদের মাঠে প্রবেশ কালে তাদের সাথে ২২টি সাদা পতাকাবাহী ২২জন শিশু এবং জাতীয় পাতাকাবাহী একজন শিশু স্কাউট দলের মনমুগ্ধকর ব্যান্ডের তালে তালে মাঠে প্রবেশ করে। খেলা শেষে খেদারমারা একাদশ মাইনীমুখ একাদশকে শূণ্য এক গোলে বিজয় লাভ করে।
পরে খেলা শেষে প্রধান অথিতি হিসেবে লংগদু সেনা জোন কমান্ডার লে. কর্নেল মো. আব্দুল আলীম চৌধুরী বিজয়ীদের হাতে টর্পি তুলে দেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন