ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্ত থেকে হাসানুর রহমান (২৩) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এসময় তার কাছথেকে পাঁচটি সোনার বার উদ্ধার করা হয়। রবিবার সকালে সদর উপজেলার পদ্মশাখরা সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
এ ব্যাপারে বিজিবির ভোমরা ক্যাম্পের সুবেদার শফিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে পদ্মশাখরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে হাসানুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে পাঁচটি সোনার বার জব্দ করা হয়েছে।
এদিকে বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক সরকার মোস্তাফিজুর রহমান জানান, সোনার বারগুলো ভারতে পাচারের চেষ্টা চলছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। উদ্ধারকৃত সোনার ওজন ৭৬৭ গ্রামেরও বেশি।
আটক হাসানুর রহমান সদর উপজেলার লক্ষ্মীদাড়ী গ্রামের আব্দুল আজিজের ছেলে।
বিডি প্রতিদিন/১১ মার্চ, ২০১৮/ওয়াসিফ