রাঙামাটির বাঘাইছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) দু’গ্রুপের মধ্যে সংর্ঘষে তাদের এককর্মী নিহত হয়েছেন। নিহতের নাম- নতুন মনি চাকমা (৪২)। রবিবার ভোর রাতে উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের বালুখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইউপিডিএফ কর্মী ওই এলাকার চাঁদার ফোস্ট কালেক্টর ছিল বলে জানিয়েছে স্থানীয়রা।
এ ঘটনার জন্য ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) একাংশ অর্থাৎ বড়মা গ্রুপকে দায়ী করেছে সংগঠনটির রাঙামাটি জেলা ইউনিটের সংগঠক শান্তি দেব চাকমা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের বালুখালী গ্রামে ইউপিডিএফ কর্মী নতুন মনি চাকমা ও তার সহকর্মী অমর রতন চাকমা ওরফে দর্শন বাড়ির বাইরে বিছানা নিয়ে একটি গাছের নিচে ঘুমাতে যায়। এসময় অমর রতন চাকমা নতুন মনি চাকমার মধ্যে অভ্যন্তরীন কোন্দলের নিয়ে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এ নিয়ে দু’জনের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়।
এক পর্যায়ে দর্শন চাকমা তার সহকর্মী নতুন মনি চাকমাকে ধারালো অস্ত্র দিয়ে শরীরে বিভিন্ন অংশে আঘাত করে পালিয়ে যায়। এতে মারাত্মক আহত হয়ে মাটিতে লুটিয়ে পরে নতুন মনি। পরে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করেন।
এ ঘটনার সত্যতা স্বীকার বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমির হোসেন করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নতুন মনি চাকমা নামের ইউপিডিএফের সক্রিয় এক কর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত নতুন মনি চাকমা তার সহকর্মী হাতে খুন হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তার মাথায় ও গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন/ওয়াসিফ