গাছের সাথে এ কেমন শত্রুতা! নাটোরের লালপুরে রাতের অন্ধকারে রফিকুল ইসলাম নামের এক কৃষকের পাঁচ বছর বয়সি মুকুল ধরা ১২০টি আমের গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার (১০ মার্চ) রাতে উপজেলার চংধুপইল ইউনিয়নে এই ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত রফিকুল ইসলাম ৩নং চংধুপইল ইউনিয়নের তেনাচুরা কামার হাটি গ্রামের বদর মোল্লার ছেলে। ক্ষতিগ্রস্থ বাগানি রফিকুল ইসলাম বলেন, শত্রুতা করে গত শুক্রবার (১০ মার্চ) রাতে কোন এক সময় দুর্বৃত্তরা আমার নাভির পাড়া মৌজার দেড় বিঘা জমির পাঁচ বছর বয়সি মুকুল ধরা ১২০টি আমরোপালি গাছ কেটে ফেলেছে। এতে আমার ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এ ব্যাপারে থানায় অভিযোগের বিষয়ে জানতে চাইলে রফিকুল ইসলাম বলেন, অজ্ঞাতনামা ১৫-২০ জনের নামে লালপুর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে লালপুর থানার (ওসি) আবু ওবায়েদ বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ করেনি, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/১১ মার্চ ২০১৮/হিমেল