টেকনাফ বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।
জানা যায়, ১১ মার্চ রবিবার ভোরে টেকনাফের উপকূলীয় ইউনিয়ন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদশর্ক কাঞ্চন কান্তি দাশ সর্ঙ্গীয় ফোর্স নিয়ে দক্ষিণ শীলখালী চাকমা পাড়ায় অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন মামলার আসামি অং জাইনু চাকমার ছেলে মংপেছা চাকমা (২৮), বন ও চুরি মামলায় হলবনিয়ার হায়দর রহমানের ছেলে জাহেদ হোছন (৩০), শীলখালী চৌকিদার পাড়ার মৃত আবুল কাশিমের ছেলে আবুল হোছন (৩০), মাদক ও নারী-শিশু নির্যাতন মামলায় হাজম পাড়ার ছৈয়দ আলমের ছেলে বেলাল উদ্দিেকে (২০) আটক করে।
গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণের জন্য টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়ুয়া জানান, বিভিন্ন মামলায় পরোয়ানাভূক্ত গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/১১ মার্চ, ২০১৮/ওয়াসিফ