নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে রবিবার সকাল ১১টায় জেলা শহর মাইজদী আবদুল মালেক উকিল প্রধান সড়কে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
নোয়াখালী বিভাগ বাস্তবায়ন (অন-লাইন গ্রুপ) আয়োজনে মানবন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী বিভাগ বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব ও নোয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহীন, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সম্মেলিত সাংকৃতিক জোটের জেলা সাধারণ সম্পাদক এডভোকেট এমদাদ হোসেন কৈশর, বিভাগ বাস্তবায়ন পরিষদের সদস্য মোরশেদ ও সাংবাদিক আকবর হোসেন সোহাগ।
এ ছাড়া বিভিন্ন সংগঠনের ও স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে ডিসির নিকট স্মারক লিপি দেওয়া হয়।
বিডি প্রতিদিন/১১ মার্চ, ২০১৮/ওয়াসিফ