নাটোরের সিংড়ায় স্কুলে গিয়ে নিখোঁজের ১৬ দিন পর ঢাকার বাইপাইলে মায়ের কাছ থেকে উদ্ধার করা হয়েছে মিমিকে। আজ সকাল ৯টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
সে সিংড়া পৌর শহরের চলনবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী।
মামলা তদন্ত কর্মকর্তা সিংড়া থানার এসআই মাসুদ রানা জানায়, পারিবারিক সমস্যার কারণে এই ঘটনাটি ঘটেছে। মিমির বাবা ও মা অনেকদিন আলাদা বসবাস করতেন। মেয়ের মা ঢাকার বাইপাইলে একটি গার্মেন্টস এ কাজ করে।
মিমির স্কুলে গিয়ে কাউকে না জানিয়ে তার মা তাকে নিয়ে ঢাকায় চলে যায়। পরে পারিবারিক বিষয়টি সন্দেহজনক হওয়ার মেয়ের মায়ের কাছে গেলে মিমিকে পাওয়া যায়। মিমিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/১১ মার্চ ২০১৮/হিমেল