জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের দাবি জানিয়ে দিনাজপুর মহিলা পরিষদ শাখা সংবাদ সম্মেলন করেছে। রবিবার দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক ড. মারুফা বেগম। বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর শাখার সভাপতি কানিজ রহমান এর সভাপতিত্ব করেন।
লিখিত বক্তব্যে বলা হয়, বাংলাদেশ মহিলা পরিষদ এ বছর নারীর ক্ষমতায়নের লক্ষে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন, আসন সংখ্যা এক তৃতীয়াংশ বৃদ্ধি, নিবার্চনী এলাকা পুনঃনির্ধারণ এবং রাজনৈতিক দলের সকল পর্যায়ে নীতি নির্ধারণের ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।
সংবাদ সম্মেলনে ছিলেন সংগঠনের সহ-সভাপতি অর্চনা অধিকারী, মিনতি ঘোষ, সহ-সাধারণ সম্পাদক মনোয়ারা সানু, সাংগঠনিক সম্পাদক রুবিনা আক্তার, আন্দোলন সম্পাদিকা গৌরী চক্রবর্তী, অর্থ সম্পাদক রত্মা মিত্র প্রমুখ।
বিডি প্রতিদিন/১১ মার্চ ২০১৮/হিমেল