ময়মনসিংহের হালুয়াঘাটে বাস ও মাহেন্দ্র’র মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো চারজন।
নিহতরা হলেন- লাভলী (৪০) ও তাহের আলী (৬৩)। রবিবার দুপুর দুইটার দিকে উপজেলার বড়বিলা এলাকায় এ ঘটনা ঘটে।
হালুয়াঘাট থানার ওসি কামরুল ইসলাম মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, হালুয়াঘাট থেকে ময়মনসিংহগামী একটি মাহেন্দ্র ও বিপরীত দিক থেকে আসা একটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মাহেন্দ্র’র ৮ যাত্রী আহত হন। এর মধ্যে ৫ জনকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দু’জন মারা যান। বাকীদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন