ভারতে পাচারকালে সাতক্ষীরার পদ্মশাখরা সীমান্ত থেকে পাঁচ পিস স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।
রবিবার সকালে আটক সোনা চোরাকারবারী হাসানুর রহমান উপজেলার লক্ষ্মীদাড়ি গ্রামের আবদুল আজিজের ছেলে।
এর আগে ৮ মার্চ বৃহস্পতিবার ভোমরা স্থলবন্দর সড়কের বাদামতলা এলাকা থেকে ২ কেজি ১০০ গ্রাম ওজনের ১২ পিস স্বর্ণের বার ও কলারোয়া উপজেলার মাদরা সীমান্ত থেকে ১৪ কেজি রুপা জব্দ করা হয়।
ভোমরা বিওপির কমান্ডার সুবেদার শফিকুর রহমান জানান, রবিবার সকালে ভারতে পাচারের জন্য চোরাকারবারীদের একটি গ্রুপ স্বর্ণের একটি চালান পদ্মশাখরা সীমান্তে নিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি। এ সময় ৫ পিস স্বর্ণের বারসহ চোরাকারবারী হাসানুরকে আটক করা হয়। উদ্ধারকৃত সোনার ওজন ৬৫ ভরি ১২ আনা।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন