ফরিদপুর শহরে ট্রাকের নিচে চাপা পড়ে শুকুর মিয়া নামের এক পথচারী নিহত হয়েছেন। রবিবার বেলা ১১টার দিকে ফরিদপুর পৌর বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পথচারীর শ্যালক আক্কাস আলী জানান, শুকুর মিয়া (৪৮) শহরের শোভারামপুর এলাকার সামাদ মিয়ার ছেলে। তার চার ছেলে ও এক মেয়ের রয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, মাটিভর্তি ওই ট্রাকটি আগে থেকে সড়কের দক্ষিণ পাশে দাঁড়ানো ছিল। পথচারী শুকুর মিয়া ওই ট্রাকের পেছন দিয়ে যাচ্ছিলেন। এসময় চালক ট্রাকটি পেছনের দিকে সরাতে গিয়ে শুকুরকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, ট্রাকটি আটক করা হলেও পালিয়ে গেছে চালক।
বিডি প্রতিদিন/১১ মার্চ ২০১৮/আরাফাত