ফরিদপুর র্যাব-৮ ক্যাম্পের একটি দল রাজবাড়ী জেলার সদর উপজেলার মূলঘর ইউনিয়নের গোপালপুর হযরত শাহ জঙ্গী (রহঃ) দরগাহ শরীফ এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ দেলোয়ার মোল্লা (২৪) নামের এক সন্ত্রাসীকে আটক করেছে।
র্যাব-৮ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইচউদ্দিন জানান, গোপন সংবাদের ভিক্তিতে শনিবার দিবাগত রাত তিনটার দিকে হযরত শাহ জঙ্গী (রহঃ) দরগাহ শরীফ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় আটক করা হয় দেলোয়ার মোল্লাকে। তার দেহ তল্লাশি করে ১টি ওয়ান স্যুটারগান উদ্ধার করা হয়। এ ব্যাপারে র্যাব বাদী হয়ে রাজবাড়ী থানায় অস্ত্র আইনে একটি মামলা করেছে। আটক দেলোয়ারের বিরুদ্ধে রাজবাড়ী থানায় একাধিক মামলা রয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন