লালমনিরহাটের আদিতমারী থেকে ছয় মাস বয়সী এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ উপজেলা শহরের সালমা সুপার মার্কেট এলাকার কৃষি উন্নয়ন ব্যাংকের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।
আদিতমারী থানা অফিসার ইনচার্জ(ওসি) হরেশ্বর রায় জানান, রাতের কোনো এক সময় কেউ লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পাশের কৃষি উন্নয়ন ব্যাংকের গেটের সামনে বস্তায় করে লাশটি ফেলে রেখে যায়। আজ সকালে ব্যাংকের গেট খুলতে গিয়ে বস্তাটি দেখতে পায় ব্যাংক কর্তৃপক্ষ। এসময় স্থানীয় উৎসুক জনতা বস্তাটি খুলে তাতে শিশুর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত মামলা করা হচ্ছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার