লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে অছিমুদ্দিন সরকার (৬৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। লালমনিরহাট বুড়িমারী রেল রুটের উপজেলার বাউরা রেলওয়ে স্টেশনের পাশে কাঠালতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অছিমুদ্দিন সরকার ওই এলাকার নবীনগর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ৭টার দিকে কাঠালতলি এলাকায় রেল লাইন পার হওয়ার সময় বুড়িমারীগামী করতোয়া আন্তঃনগর ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার