দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ও পুটিমারা ইউনিয়নকে বিভক্ত করা তুলশি গঙ্গা নদীর উপরে নির্মাণাধীন একটি স্লুইস গেটের কারণে বন্যার আশংকায় ভুগছে এলাকাবাসী। অপরদিকে, স্লুইস গেট এলাকায় দেখা যায় ঠিকাদার প্রতিষ্ঠানের লোক এবং প্রকৌশলীর অনুপস্থিতিতে শ্রমিকেরা ব্লক তৈরির কাজ করছিল। এসময় তারা পাথরের উপর ময়লা আবর্জনা থাকলেও তা পরিস্কার না করেই তা ব্যবহার করছে।
নবাবগঞ্জের মতিহারা, কয়রাপুর ও ধরন্দা গ্রাসবাসীরা জানান, তুলশি গঙ্গা নদী দিয়ে যেখানে পানি প্রবাহিত হতে না পারায় এলাকায় বন্যা দেখা দেয়। সেখানে নদী সংকুচিত করে ছোট একটি স্লুইস গেট নির্মাণ করা হচ্ছে। যা দিয়ে পানি প্রবাহিত কম হবে এবং এলাকায় বন্যা দেখা দিবে। ফলে কয়েকটি গ্রামসহ হাজার হাজার একর জমির ফসল বন্যার কবলে পড়বে। গত বন্যায় এ ব্যাপারে এলাকাবাসী বাধা দিয়েছিল।
এ ব্যাপারে নবাবগঞ্জ উপজেলা প্রকৌশলী আব্দুল কুদ্দুস জানান, পানি প্রবাহের জন্য স্লুইস গেটের দু’পাশ দিয়ে কালভার্ট করে দেয়া হবে। চলতি মৌসুমে একটা এবং আগামী মৌসুমে আরেকটা কালভার্ট এডিপির অর্থায়নে করা হবে বলে জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার