পটুয়াখালীর কলাপাড়ায় মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে বাইজীদ (১৫) কিশোর আত্মহত্যা করেছে। এ ঘটনাটি ঘটেছে আজ উপজেলার চাকামইয়া ইউনিয়নের পশ্চিম চাকামইয়া গ্রামে। পরিবারের লোকজন তাকে উদ্বার করে দুপুর দুইটার দিকে কলাপাড়া হাসপাতালে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
নিহতের পারিবারিক ও পুলিশ সূত্র জানায়, আজ বায়েজীদ মহফিলে যাওয়ার জন্য তার মা মরিয়ম বেগমের কাছে টাকা চায়। টাকা দিতে অস্বীকৃতি জানালে মায়ের সাথে অভিমান করে সবার অগোচরে ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেয়। মৃতু বাইজীদ নিজাম হাওলাদার ছেলে বলে জানা গেছে।
কলাপাড়া থানার এসআই নাজমুল জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মৃতদেহের ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার