বগুড়ার শেরপুর উপজেলায় বিদ্যুতের তারে জড়িয়ে আশরাফ আলী (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।আজ দুপুরে উপজেলার খামারকান্দি ইউনিয়নের পারভবানীপুর জান্নাতপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। নিহত কৃষক আশরাফ আলী ওই গ্রামের মৃত আমানুল্লাহ খানের ছেলে।
শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের আব্দুল হামিদ, শফিকুল ইসলামসহ একাধিক ব্যক্তি জানান, নিহত ওই কৃষক সকাল থেকেই বিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে তার জমিতে সেচ দিচ্ছিলেন। এক পর্যায়ে পাম্পের বিদ্যুত সংযোগ তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে স্থানীয় স্কুলের দুইজন ছাত্র পানি আনার জন্য ওই সেচ পাম্পে যায়। এসময় কৃষক আশরাফ আলীকে অচেতন অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। এরপর তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে মৃত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করেন।
বগুড়ার শেরপুর থানার দায়িত্বরত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাব্বী জানান, লোকেমুখে এমন কথা শুনেছি। থানায় লিখিত বা এ বিষয়ে কেউ কিছু জানায়নি।
বিডি প্রতিদিন/এ মজুমদার