বরিশালে ডিবিসির ক্যামেরাপার্সন সুমন হাসান ও সাংবাদিক অপূর্ব অপুর উপর ডিবি পুলিশের হামলা ও নির্যাতনের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন করেছেন সাংবাদিকরা। আজ বিকেলে শহরের মুক্তির মোড় প্রধান সড়কের পাশে ঘন্টাব্যাপী এ মানববন্ধন পালিত হয়। এতে নেতৃত্ব দেন নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি কায়েস উদ্দিন।
এ সময় অন্যান্যের মধ্যে সাংবাদিক ফরিদুল করিম তরফদার, শফিকুল ইসলাম, আসাদুর রহমান জয়, সাদেকুল ইসলাম, শফিক ছোটন, হারুন-অর-রশিদ চৌধুরী ছাড়াও জেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি এ্যাড. মহসিন রেজা ও সামাজিক সংগঠন একুশে পরিষদের সভাপতি এ্যাড. ডিএম আব্দুল বারী বক্তব্য রাখেন।
বক্তরা ঘটনার নিন্দা জানিয়ে বলেন, যুগে যুগে সাংবাদিক নির্যাতনের পরিণাম কখনও ভাল হয় না। তাই এই নির্যাতনের ঘটনাকে শুধুমাত্র ক্লোজড বা কমিটি গঠনের মধ্যে সীমাবদ্ধ না রেখে ওই ডিবি পুলিশদের যথাযথ আইনী প্রক্রিয়ায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। মানববন্ধনে সাংবাদিক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার