পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামালের মা রুপ ছায়েরা বেগম ইন্তেকাল করেছেন।
বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় কুমিল্লা নগরীর মিডল্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন পরিকল্পনামন্ত্রীর ছোট ভাই কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চেয়ারম্যান গোলাম সারওয়ার।
৯৮ বছর বয়সী রুপছায়েরা বেগম কুমিল্লা লালমাই উপজেলার দুতিয়াপুর গ্রামের মৃত আলহাজ্ব বাবলু মিয়ার স্ত্রী। মৃত্যুকালে রুপছায়েরা বেগম তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। রাত সাড়ে ৯টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত রুপছায়েরা বেগমের জানাযার সময় নির্ধারণ করা হয়নি।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজটোয়েন্টিফোরের সিইও নঈম নিজাম, আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি, জেলা পরিষদের সাবেক প্রশাসক আলহাজ্ব ওমর ফারুক, কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজের চেয়ারম্যান শাহ মোহাম্মদ সেলিমসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন