বাগেরহাটের মোরেলগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ শহিদুল ইসলাম শেখ (৩২) নামে এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সে দৈবজ্ঞহাটি ইউনিয়নের জোকা গ্রামের সেকেন্দার শেখেরে ছেলে। বাগেরহাট জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশের একটি দল আজ বুধবার রাত সাড়ে ৭ টার দিকে তাকে নিজ গ্রাম থেকে আটক করে।
জেলা ডিবি পুলিশের ওসি শেখ মাইনুল ইসলাম বলেন, গাঁজার একটি বড় চালান নিয়ে পেশাদার ব্যবসায়ী শহিদুল নিজ গ্রামে অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে ডিবি এসআই জহিরুলের নেতৃত্বে একটি দল ক্রেতা পাঠিয়ে দিয়ে ওই এলাকায় অবস্থান নেয়। এক পর্যায়ে শহিদুল হাতেনাতে ধরা পড়ে যায়। পরে তার দেওয়া তথ্যে ঘর থেকে উদ্ধার করা হয় কয়েকটি ব্যাগে থাকা ১৬ কেজি গাঁজা। যার স্থানীয় দাম প্রায় আড়াই লাখ টাকা।
অভিযানে নেতৃত্বদানকারি কর্মকর্তা জহিরুল ইসলাম এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে মোরেলগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার