অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১৫ জন ভারতীয় নাগরিককে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার দৌলতপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
বুধবার দিবাগত রাতে আটকের খবর সাংবাদিকদের নিশ্চিত করেন ২৫ বিজিবি সিও লে. কর্নেল শাহ আলী। এর আগে মঙ্গলবার বিকেলে কসবা উপজেলার দৌলতপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
এ ব্যাপারে লে. কর্নেল শাহ আলী জানান, দু’দেশের সীমান্তরক্ষীদের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃতদের ভারতে হস্তান্তর করার সিদ্ধান্ত হয়েছে। এসময় তিনি আরও জানান, অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক ভারতীয় নাগরিকরা কসবা থানা পুলিশের হেফাজতে রয়েছেন। বৃহস্পতিবার তাদের পুশব্যাক করা হবে।
আটককৃতরা হলেন, শ্যামল সরকার (৫০), লিপিকা সরকার (৪০), সুবনিমা সরকার (১৪), কলিন চৌধুরী (৩৪), শম্পা (৩৩), সৌরভ চৌধুরী (৬), আসমিতা চৌধুরী (৪), বিজ্ঞ বৈশ্য (৪০), বুল্টি বৈশ্য (২৯), বিপুল বৈশ্য (১৪), বিজয় বৈশ্য (১৩), প্রিয় লাল বৈশ্য (৪২), স্বর্ণা সরকার (৪০), প্রসেনজিৎ সরকার (২৫), বিপেশ সরকার (২৫)। আটকদের সবার বাড়ি ভারতের ত্রিপুরা রাজ্যের পশ্চিম জেলার আমতলীতে।
বিডি প্রতিদিন/১৫ মার্চ, ২০১৮/ওয়াসিফ