নরসিংদীর শিবপুর মদিনা জুট মিলসে অগ্নিকেণ্ডের ঘটনা ঘটেছে। তবে এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে পারেনি দমকল বাহিনী। বুধবার রাত সাড়ে আটটার দিকে শিবপুর উপজেলার কারারচর এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ দমকল বাহিনী সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে মিলটির পিসিসেকশন থেকে আগুনের সুত্রপাত হয়। পরে আগুনের লেলিহান পার্শ্ববর্তী ফিনিসিং সেক্টরের গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নরসিংদী ও শিবপুর ফায়ার সার্ভিসের দু'টি ইউনিট প্রায় আধাঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। এঘটনায় কেউ হতাহত হয়নি।
নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মজিবুর রহমান চৌধুরী জানান, প্রাথমিক ভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ যায়নি। তবে বৈদুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটতে পারে বলে ধারণা করা হাচ্ছে।
বিডি প্রতিদিন/১৫ মার্চ, ২০১৮/ওয়াসিফ