ঈশ্বরদী থেকে আন্তঃজেলা হিরোইন পাঁচারকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে ঈশ্বরদী থানা পুলিশ। বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে পাবনা-পাকশি মহাসড়কের তিন বটতলা নামক স্থান থেকে তাদের আটক করা হয়। এ সময় আটকরা অভিনব কায়দায় প্যান্টের ভেতর সেলাই করে পাচারের উদ্দেশ্যে হিরোইন বহন করছিলেন।
এ ব্যাপারে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন সাংবাদিকদের জানান, আটককৃতরা দীর্ঘদিন যাবত কয়েকটি জেলায় অভিনব কায়দায় হিরোইন সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মাদক চোরাচালান আইনে মামলা নথিভুক্ত করে আগামীকাল সকালে তাদের পাবনা জেলা কারাগারে পাঠানো হবে।
আটককৃতরা ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের মৃত বারেক উদ্দিনের ছেলে আব্দুল হান্নান (৩৫) ও পাকশি ইউনিয়নের বাঘইল পশ্চিমপাড়া এলাকার জিয়াউল হক টুকুর ছেলে হাসান সুলতান মাহমুদ বাদশা (৩৪)।
বিডি প্রতিদিন/১৫ মার্চ, ২০১৮/ওয়াসিফ