দিনাজপুরের বিরল উপজেলার ফরমানপুর এলাকায় স্বামীর নির্যাতনে রাইতুন নাহার বীথি (২১) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
বুধবার দিবাগত রাতে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়।
নিহত বীথি ফরমানপুর এলাকার শাহজাহান আলীর স্ত্রী ও পলাশবাড়ী উপজেলার ভূতিগ্রামের বেলাল হোসেনের মেয়ে।
বীথির ফুপাতো ভাই জিকরুল ইসলাম জানান, বিকেলে বীথিকে তার স্বামী শাহজাহান আলী বেদম মারধর করে। সন্ধ্যায় তাকে অচেতন অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বীথি।
দিনাজপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মোছা. নুরেজা খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বিডিপ্রতিদিন/ ১৫ মার্চ, ২০১৮/ ই জাহান