বরগুনা সদর উপজেলার ১০ নম্বর নলটোনা ইউনিয়নের উত্তর গাজী মাহমুদ এলাকায় অভিযান চালিয়ে মো. আরাফাত নামে এক ইয়াবা ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে ওই এলাকায় বরগুনা থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। আটক মো. আরাফাত ওই ইউনিয়নের বাসিন্দা মো. রতন হাওলাদারের ছেলে।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদুজ জামান জানান, মো. আরাফাত নামে এক মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করে জেল হাজতে পাঠানো হবে।
বিডিপ্রতিদিন/ ১৫ মার্চ, ২০১৮/ ই জাহান