পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে আজ বৃহস্পতিবার ভোর পৌনে ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে গেলে আবারও ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছেন পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের মহাব্যবস্থাপক নাসির হোসেন চৌধুরী।
তিনি বলেন, ভোরের দিকে ঘন কুয়াশার কারণে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এতে করে নৌরুটে দুর্ঘটনা এড়াতে ভোর পৌনে ৬টা থেকে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এ সময় মাঝ নদীতে যানবাহন ও যাত্রী নিয়ে আটকা পড়ে ছোট-বড় মিলে ৮টি ফেরি। বাকি ফেরি পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে যানাবাহন ও যাত্রী নিয়ে পারাপারের অপেক্ষায় রয়েছে।
কুয়াশা কমে যাওয়ার সাথে সাথে ফেরি চলাচল শুরু করা হবে বলেও জানান নাসির।
বিডি প্রতিদিন/১৫ মার্চ ২০১৮/এনায়েত করিম