সাভারে একটি শ্রমিক পল্লীতে আগুন লেগে ২৫টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ওই শ্রমিক পল্লীতে আটকা পড়ে মরিয়ম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন পাঁচজন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আগুনে পুড়ে নয় আতঙ্কে নারীর মৃত্যু হয়েছে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
বৃহস্পতিবার দুপুরে সাভারের হেমায়েতপুর এলাকার হরিণধারা মহল্লার মুসার বাড়িতে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
স্থানীয়রা ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে সাভারের হেমায়েতপুরের হরিণধারা এলাকার মুসার বাড়ির ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলে উঠে ওই বাড়ির চারদিকে ছড়িয়ে পড়তে থাকে।
স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয় ও আশপাশের বিভিন্ন উৎস থেকে পানি সংগ্রহ করে আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহম্মেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, অগ্নিকাণ্ডে খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে প্রাথমিকভাবে কিছুই জানাতে পারেনি ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
বিডি প্রতিদিন/১৫ মার্চ, ২০১৮/ফারজানা