বরিশালে ডিবিসি’র ক্যামেরাপার্সন সুমন হাসানকে নির্যাতনের প্রতিবাদে এবং অভিযুক্ত গোয়েন্দা পুলিশ সদস্যদের পুলিশ বাহিনী থেকে বহিষ্কারের দাবিতে প্রতিবাদ অব্যাহত রয়েছে। বরিশাল টেলিভিশন মিডিয়া এসোসিয়েশন এবং ফটোসাংবাদিক ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে আজ নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বরিশাল টেলিভিশন মিডিয়া এসোসিয়েশনের সভাপতি হুমাউন কবিরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক নুরুল আলম ফরিদ, মুরাদ আহমেদ, রাহাত খান, নজরুল বিশ্বাস, জেলা বাসদের সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী সহ অন্যান্যরা। মানববন্ধনে সাংবাদিক সমাজ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে সাংবাদিকরা নগরীতে একটি বিক্ষোভ মিছিল করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার