বরিশালে বেসরকারি টেলিভিশন-ডিবিসির চিত্র সাংবাদিক সুমনকে অমানবিক নির্যাতনের প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন করেছে গণমাধ্যমকর্মীরা।
বৃহস্পতিবার সকাল ১০টায় দিনাজপুরে প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন করে।
দিনাজপুর টিভি ক্যামেরা জার্নলিস্ট এসোসিয়েশনের (টিসিএ) ব্যানারে মানববন্ধনে সুমন হাসানের উপর পুলিশি নির্যাতনের নিন্দা জানিয়ে অভিযুক্ত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানায়।
এ সময় মানববন্ধনে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, মোর্শেদুর রহমান, একরাম হোসেন তালুকদার, কংকন কর্মকার, রফিকুল ইসলাম ফুলাল, চিত্র সাংবাদিক শাহিন, শিমুল, আরমান, সাব্বিরসহ প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার অংশ নেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন