‘ডিজিটাল বাজার ব্যবস্থায় অধিকতর স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিতকরণ’ শ্লোগান নিয়ে আন্তর্জাতিক ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র্যালি এবং আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল সাড়ে ১০টায় বরিশাল সার্কিজ হাউজ মিলনায়তনের সভাকক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে এবং ক্যাবের সহযোগীতায় আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবুল কালাম আজাদ। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) গোলাম মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমাউন কবীর, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক খন্দকার আনোয়ার হোসেন এবং ক্যাবের জেলা সভাপতি মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন প্রমুখ।
সেমিনারে বক্তারা বলেন, হাজার হাজার ক্রেতা অনলাইনের মাধ্যমে তাদের বাজার ক্রয় করে যাচ্ছেন। এতে একদিকে তারা ভালো পণ্য ক্রয় করতে পারছে, অন্যদিকে সময় সাশ্রয় হচ্ছে।
বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের উপ-পরিচালক খন্দকার আনোয়ার হোসেন বলেন, কোন ক্রেতা পণ্য ক্রয় করে প্রতারিত হয়ে ভোক্তা অধিকার কার্যালয়ে অভিযোগ দায়ের করা হলে সেইসব ব্যাবসায়ীদের আইনের আওতায় আনার বিধান রয়েছে। এছাড়া নির্ধারিত পণ্যে মূল্যের বাহিরে পণ্য বিক্রি করা হলে ভোক্তা অধিকার আইনে তাকে চিহ্নিত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আইনে রয়েছে। আলোচনা সভায় নগরীর বিভিন্ন পেশার নাগরিক ও বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করে।
এর আগে সকাল সাড়ে ৯টায় অশ্বিনী কুমার হল চত্ত্বর থেকে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে একটি র্যালি বের হয়। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার