নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)পুলিশ। আজ দুপুরে উপজেলার চৌরাস্তা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার মধুপুর গ্রামের মৃত শামছুল হকের ছেলে মো. আবু ইউসুফ (৫৫) ও একই জেলা সদরের মরকদাছ গ্রামের ইসমাইল হোসেনের ছেলে ইমন হোসেন (২৭)।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ওসি আবুল খায়ের জানান, আজ দুপুরে বেগমগঞ্জ উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার