নোয়াখালীর চাটখিলে নিজেদের ঘরে হামলার ঘটনার সময় মোবাইলে ভিডিও ধারণ করায় প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে অষ্টম শ্রেণিতে পড়ুয়া কিশোরীক মারধর করে চুল কেটে নেয়া এবং শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ করেছে তাসমির পরিবার। ঘটনাটি ঘটেছে উপজেলার নোয়াখলা ইউনিয়নের রুপনগর গ্রামে। তাসমি বর্তমানে চাটখিল সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এই ঘটনায় তাসমির মা সাহিদা সুলতানা তাদের একই বাড়ির লেদা মিয়ার তিন ছেলে বাবু, শাহজাহান ও সোহেলকে অভিযুক্ত করে চাটখিল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সাহিদা সুলতানা জানান, বুধবার তাদের বাড়ির প্রতিপক্ষ বাবু ,শাহজাহান ও সোহেল বিনা কারণে তাদের ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করা এবং তার স্বামী দেলোয়ার হোসেনকে মারতে উদ্ধত হওয়ার চলমান চিত্র (ভিডিও) তার মেয়ে রামনারায়নপুর উচ্চবিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী তাসমি মোবাইলে ধারণ করতে থাকলে প্রতিপক্ষরা তার মোবাইল কেড়ে নিয়ে তাকে মারধর করে মারাত্বকভাবে আহত করে এবং তার মাথার পেছনের অংশের চুলের গোছা কেটে নিয়ে যায়। এ সময় তার মেয়ের শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলে অভিযোগে জানা যায়।
অভিযোগের তদন্তকারী চাটখিল থানায় কর্মরত এএসআই নূর আজম জানান, ঘটনাটির তদন্ত চলছে এবং তিনি প্রাথমিক তদন্তে কিশোরী তাসমির উপর হামলার প্রমাণ পেয়েছেন বলেও স্বীকার করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার