দেহ-মনকে পাপ মুক্ত করে ভগবানের তুষ্টি আর পুনজন্মের জন্য পূর্ণ সঞ্চয়ের আশায় পঞ্চগড়ের করোতোয়া নদীর উজান স্রোতের জলে পুণ্যস্নান শুরু করেছেন সনাতন ধর্মালম্বীরা। আজ সূর্যোদয়ের সাথে সাথে এই পুণ্যস্নান শুরু করেন তারা। প্রতি বছরের মতো এবারও বোদা উপজেলা প্রশাসন স্থানীয় গঙ্গা মন্দির কমিটি ও বারুনী স্নান উৎসব উপলক্ষে ৩ দিনব্যাপী ঐতিহ্যবাহি বারুনী মেলার আয়োজন করে।
সনাতন ধর্মমতে চৈত্রের মধুকৃষ্ণা ত্রিদশী তিথির এই তিন দিনে নদীর উত্তরমুখী স্রোতে স্নান করলে পাপ মোচন হয়। দেহ-মনকে পরিশুদ্ধ করতে অনেকে পূজা অর্চনা করে মাথার চুল বিসর্জন দেয়। স্নানমন্ত্র পাঠ করে হাতে বেল পাতা, ফুল, ধান, দূর্বা ঘাস, কলা ইত্যাদি অর্পণের মাধ্যমে স্নান সম্পন্ন করেন তারা। পিতা-মাতার স্বর্গবাসে এই স্নান জরুরি মনে করেন হিন্দু ধর্মালম্বীরা। জেলার বিভিন্ন এলাকাসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে লাখ লাখ সনাতন ধর্মালম্বী অংশ নেয় এই স্নান উৎসবে। এ উপলক্ষ্যে শুরু হয়েছে চলছে মেলাও। পূণ্যার্থী ও ভক্তদের মিলন মেলায় পরিণত হয়েছে পঞ্চগড়ের এ তীর্থ স্থান। এ মহাস্নান চলবে শনিবার সন্ধ্যা পর্যন্ত।
জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, প্রতিবারের মতো এবারেও শান্তিপূর্ণ ভাবে সনাতন হিন্দু ধর্মালম্বীরা পূণ্য স্নান করছেন। জেলা প্রশাসন থেকে সব ধরনের সুযোগ সুবিধা ও আইন শৃংখলা নিয়ন্ত্রণের রাখার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার